শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 1 ] : # ৬৬



স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 1 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।

১ : ভারতের কুম্ভমেলা (তীর্থযাত্রী সংখ্যা প্রায় ১০-কোটি)
কুম্ভমেলা একটি বৃহৎ হিন্দু ধর্মীয় উৎসব। এই উপলক্ষ্যে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে ২০১৩ সালে এখানে ১০ কোটির বেশি মানুষের আগমন ঘটে (সূত্র : উইকি)। সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে (এলাহাবাদ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ৫০ লক্ষ মানুষ তীর্থস্নান করেন ওখানে। ২০০১ সালে সর্বশেষ মহাকুম্ভে যোগ দিয়েছিলেন ছয় কোটি হিন্দু। এটিই ছিল ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে; সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে; বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়। সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি (তারিখ) নির্ধারিত হয়। ন্যাংটা নাগা সাধুরা কুম্ভমেলার অন্যতম সৌন্দর্য। ভারত ছাড়াও স্বর্গপ্রাপ্তির এ উৎসব পৃথিবীর অন্য দেশ থেকেও তীর্থযাত্রীদের আসতে দেখা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন