শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ ৬ ] : # ৭১



স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 6 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা (উপস্থিতি ১৫-২০ লাখ)
ঢাকার উত্তরা সংলগ্ন তুরাগ নদীর তীরে কহর দরিয়ায় প্রতি বছর ২-দফায় এ ইজতিমা অনুষ্ঠিত হয়। তাবলিগ জমায়াতের দাওয়াতি কাজই হচ্ছে এ সমাবেশের মূল লক্ষ্য। বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানান মুসলিম দেশ থেকে এ পন্থী লোকেরা এখানে ধর্মীয় মাসায়েল ও বয়ান শোনার জন্যে সমবেত হন। সঠিক পরিসংখ্যান না থাকলেও, ১৫-২০ লাখ লোকের সমাবেশ হয় বলে মনে করা হয় (সূত্র : উইকি)। উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে ব্ক্তারা বাংলা, উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় কোরান ও হাদিস থেকে ভাল মানুষ হওয়ার নানারূপ বয়ান তুলে ধরেন। ৩-দিনের বয়ান শেষে মুসলিমদের বিশ্বাস অনুসারে তাদের স্রষ্টা আল্লাহর কাছে নানাবিধ আশা পুরণের জন্য প্রার্থনা করা হয়। যার নাম ‘আখেরি মুনাজাত’। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখ লাখ মানুষ ঐদিন তাদের অফিস, স্কুল, কলেজ ফেলে পরকালীন শান্তির জন্যে আখেরি মুনাজাতে অংশ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন