শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ ২ ] : # ৬৭




স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 2 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
(তীর্থযাত্রী সংখ্যা প্রায় ২-কোটি)
ইরাকের কারবালায় অবস্থিত ইমাম হুসাইনের মাজারের পাশে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে প্রায় ২-কোটি মানুষ একত্রিত হয় প্রতিবছর ওখানে (সূত্র : উইকি)। ইরাক এবং সারা বিশ্বের সব শিয়া মুসলিমরা এই পবিত্র আশুরার দিনে একত্রিত হয়ে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এটি আশুরা নামেও পরিচিত মুসলিমদের কাছে। ওখানের মসজিদে ইসলামের ৪র্থ খলিয়া হযরত আলীর পুত্র ইমাম হোসাইন বিন আলী ও তার সকল পরিবারের সদস্য, যারা ফোরাত তীরে সিমারের হাতে নিহত হয়েছিল তাদের সবার কবর তথা মাজার অবস্থিত। ইরানের শিয়ারা আশুরার শোভাযাত্রা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে। মূলত শহীদ পরিবারের জন্য শোক, মাতম ও নিজের শরীরকে কষ্ট দিয়ে আলী পরিবারকে স্মরণ ও বিরোধীপক্ষকে ঘৃণা জানানোই এ ধর্মীয় মহাসমাবেশের লক্ষ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন