শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ ৩ ] : # ৬৮




স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 3 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত (তীর্থযাত্রী সংখ্যা ১০০ মিলিয়ন)
ভারতের এ ধর্মীয় মেলায় ১০০ মিলিয়ন মানুষ উপস্থিত হয় প্রতিবছর (সূত্র : উইকি)। বিশ্বের সবচেয়ে জনবহুলে এ ধর্মীয় মেলা প্রতিবছর ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মেলাটি কেরালার পাথানামিত্থার পশ্চিমঘাট পাহাড় পাদদেশে অনুষ্ঠিত হয়। গত বছর পদপিষ্ট হয়ে এ মেলায় নিহত হয়েছেন ১০৫-জন তীর্থযাত্রী। কেরালার সবরিমালা আয়াপ্পা মন্দিরে তীর্থযাত্রীর নানাবিধ ধর্মীয় কর্মকান্ড পরিচালনা করে৷ কেরালার ইড়ুক্কি জেলায় জঙ্গলে ঘেরা পাহাড়ি তীর্থভূমি সবরিমালায় শ্রীআয়াপ্পা মন্দিরে বাৎসরিক মকরজ্যোতি দর্শন করে তীর্থযাত্রীরা। মকরসংক্রান্তি উপলক্ষে সংক্রামা পূজা শেষে এই দিব্য জ্যোতির উদয় হয়৷ সেটা দেখতে তথা স্বর্গপ্রাপ্তির নিশ্চয়তায় প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় সমাগম বা ভিড় হয় এখানে৷ হিন্দু তীর্থযাত্রীদের বেশিরভাগ আসে তামিলনাড়ু ও ভারতের অন্যান্য অঞ্চল থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন