শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ ৪ ] : # ৬৯



স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 4 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ (হজ্জযাত্রী ২০,৬১,৫৭৩ জন)
হজ حج ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। শারীরিক সক্ষম ও ধনী প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব সম্পাদন করা ফরয‌ বা আবশ্যিক। আরবি জ্বিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ হজ্বের জন্য নির্ধারিত সময়। হজ্জ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরি এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। হজ্জের দিন আরাফাতে সকাল থেকে সন্ধ্যার প্রাক্কাল পর্যন্ত অবস্থান পূণ্যময় কাজ বলে বিশ্বাস করেন হাজীরা। যিনি হজ্জ সম্পাদনের জন্য গমন করেন তাঁকে হাজী বলা হয়। ২০১৩ সনে মক্কায় হজ্জ পালকারী হাজির সংখ্যা ছিলি ২০,৬১,৫৭৩ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন