সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

৩০১৫ খৃস্টাব্দের ঐতিহাসিকের দৃষ্টিতে ২০১৫ সনের পৃথিবীর ইতিহাস ১ম পর্ব # ১৩৭

৩০১৫ খৃস্টাব্দের ঐতিহাসিকের দৃষ্টিতে ২০১৫ সনের পৃথিবীর ইতিহাস

পর্ব-১ : প্রাক-কথন

ইতিহাস হচ্ছে একটি বিজ্ঞান, যা বিশ্লেষণ আর চর্চার মাধ্যমে মানুষ জানতে পারে তার পূর্বসুরীদের অজানা নানাবিধ কথকতা আসলে সুপ্রাচীন অতীতের মানুষ, রাষ্ট্র, সমাজ, তাদের জীবনধারা আর তার চলমানতার কাব্যিক বর্ণনা আর বাঙ্ময় চিত্রাবলীর অপর নামই হচ্ছে ইতিহাস। একুশ শতকের মানুষেরা জানতো তার আগের মানুষের সুখ আর কষ্টের কাব্যকথা। ৩০১৫ সনের মানুষেরা কিভাবে বর্ণনা করবে ২০১৫ সন ও তার পূর্ববর্তী বিশ্বের প্রকৃতি আর মানুষের রীতি-নীতি, ধর্ম, জীবন-মৃত্যু, সমাজ, রাজনীতি, অর্থনীতি, কুসংস্কার, অজ্ঞতা, বিজ্ঞান আর দর্শনের নানাবিধ কথকতা? হ্যা, এ রচনায় দেখানোর চেষ্টা করা হবে, ৩০১৫র মানুষের জীবনচিত্রের সঙ্গে ২০১৫র পূর্ববর্তী বিশ্বমানবের জীবনময়তার তুলনামূলক তথ্যচিত্র। পাঠক, গা-ঝাড়া দিয়ে উঠে বসুন স্থান-কালিক কসমোলজিক্যাল টাইম মেশিনে’, চলুন দেখে আসি ৩০১৫ সনের ঐতিহাসিকরা কিভাবে বর্ণনা করছেন ২০১৫ সন-পূর্ববর্তী বিশ্ব আর ১০০০ বছরের আগেকার মানুষ আর তার জীবনের সপ্তপদী ইতিহাস। যে ইতিহাস পাঠে পাঠক একই সঙ্গে একত্রিশ শতকের নবতর আনন্দঘন নিশ্চিত জীবনধারার সঙ্গে একুশ শতক ও এর পূর্ববর্তী কণ্টকময় বিশ্বের মানুষ ও প্রকৃতির নির্মমতার চিত্র দেখতে পাবেন সুষ্পষ্টরূপে, যাতে পাঠকের মনন ও হৃদচোখ উন্মোচিত হবে এক নবতর রূপকল্প ও কল্যাণধারার শোষণ আর হতাশামুক্ত আধুনিকতর আলোকজ্জ্বল পৃথিবীতে, যে বিশ্বের কাঙ্খা আজকের চিন্তাশীল পাঠকের পরতে পরতে দিপ্যমান। চলুন তবে একত্রিশ শতকের ইতিহাসজ্ঞের সোপানে!

রূপকল্পের ধারাবাহিক এ লেখার শিরোনাম হচ্ছে ‘‘৩০১৫ খৃস্টাব্দের ঐতিহাসিকের দৃষ্টিতে ২০১৫ সনের পৃথিবীর মানুষের ইতিহাস’’। ৩০১৫র ঐতিহাসিকের চোখে দেখা চমকপ্রদ এ লেখাটিতে থাকবে যথাক্রমে ২০১৫ সন পূর্ববর্তী বিশ্বের অবস্থা, ২০১৫ সন পূর্ববর্তী পৃথিবীর মানুষের ভাষা, ২০১৫ সন পূর্ববর্তী বিশ্বের প্রকৃতির নির্মমতা ও অসহায় মানুষ, ২০১৫ সন পূর্ববর্তী বিশ্বের মানুষের জন্ম এবং মৃত্যু, ২০১৫ সন পূর্ববর্তী পৃথিবীর মানুষের রোগ ও চিকিৎসা পদ্ধতি, ২০১৫ সন পূর্ববর্তী পৃথিবীর মানুষের যোগাযোগ ব্যবস্থা, ২০১৫ সন পূর্ববর্তী বিশ্বের মানুষের ফুয়েল তথা খাদ্য, ২০১৫ সন পূর্ববর্তী পৃথিবীর মানুষের শারিরীক গঠন ও সীমাবদ্ধতা, ২০১৫ সন পূর্ববর্তী পৃথিবীর মানুষের সামাজিক রীতিনীতি, ২০১৫ সন পূর্ববর্তী বিশ্বের মানুষের ধর্ম ও দেবতাদের ইতিহাস, এ পর্বে আরও থাকবে প্রাচীন ব্যাবীলনের ধর্ম, প্রাচীন মায়ানদের ধর্ম, প্রাচীন কেলটিক ও ইনকাদের ধর্ম, প্রাচীন মনি ধর্ম, প্রাচীন বৃটিশ, স্কটিশ, আইরিশ এবং ওয়েলস এর প্রাগৈতিহাসিক দেবদেবীর কথা, প্রাচীন মিশরের ধর্ম, প্রাচীন নরওয়ের দেবতা, প্রাচীন গ্রীস ও রোমের ধর্ম, প্রাচীন পার্শী ধর্ম ও জরথুস্ট্র, প্রাচীন শিন্টো (শিন-তাও) ধর্ম, প্রাচীন কনফুসিয়াস ধর্ম, প্রাচীন তাও ধর্ম, প্রাচীন বৌদ্ধ ধর্ম, প্রাচীন  জৈন ধর্ম, প্রাচীন হিন্দু ধর্ম, প্রাচীন শিখ ধর্ম, প্রাচীন ইহুদী ধর্ম, প্রাচীন খ্রীষ্ট ধর্মপ্রাচীন পৃথিবীতে কুমারী মাতা ও ক্রুশবিদ্ধ মুক্তিদাতার উপাসনা, প্রাচীন পৃথিবীতে ধর্মের বিবিধ বিষয়ে মিল-অমিল, দেবতা হিসেবে শক্তিধর সূর্যের উপাসনা, ২০১৫ সনের ধর্মবিশ্বাস এবং প্রাপ্ত ফলাফল, প্রাচীন ইসলাম ধর্ম, ধর্ম ও মানুষ ইত্যাদি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন