রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

পৃথিবীর বিলুপ্ত ধর্ম ও বিলুপ্ত দেবতাদের ইতিহাস : প্রাচীন কেলটিক ধর্ম # ৯০


পৃথিবীর বিলুপ্ত ধর্ম ও বিলুপ্ত দেবতাদের ইতিহাস : প্রাচীন কেলটিক ধর্ম

এ ধর্ম ইউরোপে প্রচলিত ছিল যা এখন বিলুপ্ত। কেলটিক ধর্ম ছিল স্থানীয়। তারা বহুদেবতায় বিশ্বাস করত। আইরিশ দেবতা লুঘ ছিলেন ঝড় ও বজ্রের দেবতা। গল-এর (প্রাচীন ফ্রান্স) দেবতা ছিলেন লুগস ও ওয়েলসের দেবতা লিউ । লিউ ও লুগস দুজই ঝড় ও বজ্রের দেবতা।কেল্টরা দেবতা ছাড়াও দেবীর আরাধনাও করত। ওদের একজন দেবীর নাম বোয়ান। ইনি ছিলেন নদীর দেবী। বইনি নদীর দেবী।

কেল্টদের সমাজে পুরোহিতদের বলা হত druid। নানাবিধ ধর্মীয় কৃত্য পালন druidরাই করত। druidরা নাকি সোনালি শষ্যের ও নির্বাচিত পশুর বন্দনা করত। রোমানদের লেখায় আমরা জানতে পারি, druidরা উপাসনা করত পবিত্র বনে। কোনও কোনও বৃক্ষও নাকি পবিত্র ছিল druid দের কাছে। তবে druidরা কেবল পুরোহিত ছিল না। druidরা ছিল একাধারে বিচারক, শিক্ষক, বাৎসরিক ক্যালেনডার-প্রনেতা ও গণিতবিদ। তা ছাড়া druidরা উপকথারও সংগ্রহ করত। এক কথায় druidরা ছিল তৎকালীন সময়ের অধ্যাপক। কেল্টদের প্রার্থনাগৃহ ছিল লোকালয় থেকে দূরে। পাহাড়ের মাথায়। অরণ্যে। হ্রদের পাড়ে। লৌহযুগের শেষের দিকে, পন্ডিতদের মতে, কেল্টদের ঈশ্বর মানবরুপ পেয়েছিল।

সিজারের সময় কেলটিক গল (মানে বর্তমান কালের ফ্রান্স) দখল করে নিয়েছিল রোমানরা। রোমান সম্রাট ক্লাউদিয়াসের সময় ব্রিটেন রোমানদের দখলে চলে যায়। লাতিন ছিল সরকারী ভাষা। স্থানীয় অধিবাসীরা রোমানদের রীতিনীতি অনুসরণ করত। তবে কেল্টরাও নানা দিক দিয়ে রোমানদের প্রভাবিত করেছিল। কেল্টরা ছিল দুর্ধষ ঘোড়সওয়ার। ওদের অশ্বদেবীর নাম ছিল: 'ইপনা'। রোমানরা তাদের উপসনালয়ে স্থাপন করেছিল ইপনার বিগ্রহ। ৪র্থ শতকে রোমানরা খ্রিস্টধর্ম গ্রহণ করে। ক্রমে ক্রমে কেল্টরাও হয়ে ওঠে খ্রিস্টানুসারী। এভাবে খৃস্ট ধর্মের কারণে ইউরোপ থেকে কেলটিকরা পাততাড়ি গুটায়।

কেলটিক দেবতাদের নাম ও কর্মবন্টন ছিল নিম্নরূপ :

Airmid : বসন্ত ও রোগের দেবতা
Artio : বন ও জীবজন্তুর দেবতা
Balor : যুদ্ধের দেবি
Branwen : ভালবাসা ও সৌন্দর্যের দেবি
Camalus : আকাশ আর যুদ্ধের দেবতা
Cerunnos : উর্বরতা আর জীবন দেবতা
Cyhiraeth : ঝড়ের দেবতা
Druantia : জ্ঞান আর সেক্স দেবতা
Giobhniu : Celtic God of Weaponry
Lugh : Celtic God of Druids, Carpentry, and Mason
Llyr : সমুদ্র দেবতা
Maeve : পৃথিবীর দেবতা
Manannan : নৌকা ও বাণিজ্য দেবতা
Margawse : মাতৃ দেবি
Mebd : Celtic Goddess of War and Drinking
Mider : Celtic God of the Underworld
Morrigan : অন্ধকার আর মৃত্যু দেবতা
Nemain : Celtic Goddess of Panic and War

এবার সবাই এক সময় ইউরোপিয় মানুষের মনে ভীতি জাগালেও আজ কেউই এতের সামান্যতম ভীতি বা শ্রদ্ধা করেনা। পুজাও করেনা কেউ। একদিন হয়তো সব গডদের পরিণতি এদের মতই হবে। বাট সে দিনটা কবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন