শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

কোরানের একটা আয়াত হারানো বিষয়ক মারাত্মক হাদিস ! # ৬১

 

কোরানের একটা আয়াত ছাগলে খাওয়া বিষয়ক মারাত্মক হাদিস !
সহীহ ইবনে মাজাহর ৩য় খণ্ডের ১৯৪৪ নং হাদিসটির স্কান কপি সংযুক্ত হলো। এ হাদিসে নবীর সবচেয়ে প্রিয় স্ত্রী বিবি আয়েশা বলেছেন,
"রজমের (পাথর মেরে হত্যার) আয়াত নাজিল হয়েছিল। কাগজে লেখা এ আয়াতটি আমার বালিশের নিচে ছিল, রাসুলের মৃত্যুর পর তাকে দাফনে আমরা যখন সবাই ব্যস্ত ছিলাম, তখন একটি ছাগল এসে ঐ আয়াতটি খেয়ে ফেলে"!
হায়! কত বড় কথা!
তাহলে পুরো কোরান কি সংরক্ষিত হয়নি? যদিও আল্লাহ নিজেই বলেছিলেন এ কোরান তিনি নিজেই সংরক্ষণ করবেন! কিছুই ঢুকতাছে না মাথায়, ধর্ম নিয়া কই যামু?
(এ হাদিসটি ধর্ম গবেষক হাসান মাহমুদের "শরিয়া কি বলে আমরা কি করি" পুস্তকের ২৩-২৪ পৃষ্ঠায়ও বর্ণিত হয়েছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন