শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

যুক্তি কি বলে? ফিলিস্তিন কি মুসলমানের প্রাপ্য না ইহুদিদের? # ৬৪

যুক্তি কি বলে? ফিলিস্তিন কি মুসলমানের প্রাপ্য না ইহুদিদের?
বাংলাদেশের ৯৯% মুসলিম বিশ্বাস করে যে, ইসরাইল অন্যায়ভাবে গায়ের জোরে ‘ফিলিস্তিন ভূখণ্ড’ দখলে রেখেছে এবং এদের উৎখাত বা নিশ্চিহ্ন করা দরকার। কিন্তু মুসলিম ও ইহুদি জাতির ইতিহাস কি তাই বলে? না তা বলে না।

প্রকৃত ইতিহাস এই যে, প্রাক্তন কেনান/জুডাহ/ইসরাইল/ফিলিস্তিন আসলে একই ভূমি। এই ভূমি কোন সাধারণ ভূমি নয় ইহুদিদের কাছে, এটা হচ্ছে ইহুদি গড ‘যিহোভা’ প্রদত্ত ‘পবিত্রভূমি’ (Holy Land : দেখুন টিকা-১) বা ‘প্রতিশ্রুতভূমি’, (Promised land : দেখুন টিকা-২) মক্কা-মদিনা যেমন পবিত্র মুসলমানদের কাছে।

প্যালেস্টাইনে ছিল ইহুদিদের আদি নিবাস প্রায় ৩,৫০০ বছর থেকে। ফিলিস্তিন জাতিরা কেনানে আসে বহিরাগত হিসেবে ক্রিট দ্বীপ থেকে। বর্তমান সময়ের লেবানন, সিরিয়া, জর্ডান ও মিশরের বড় অংশই ছিল প্রাগৈতিহাসিক কিংডম অব ইসরাইলের অংশ। ‘তোরাহ’ মতে স্বয়ং ‘যিহোভা’ এই দেশকে দান করেছে ইহুদিদের জন্যে। কেনান ছিল গড প্রতিশ্রুত ইহুদিদের দেশ। ১০৯৫-৯৭৫ খ্রী.পূর্বে ইহুদীরা এখানে তাদের রাজ্য প্রতিষ্ঠা করে। নবী দাউদ ও সোলায়মানের আমলে ইহুদিরা হেবরন ও জেরুজালেমে রাজধানী স্থাপন করেছিল। কেনান বা ইসরাইল ধারাবাহিকভাবে দখল করে আসিরিও, ব্যাবিলনিয়ান, মেডেস, ক্যালডিয়, মিশরীয়, ফিলিস্তিনি, পার্সিয়ান, হেলেনেষ্টিক, রোমান, বাইজেনটাইন, মুসলিম, অটোম্যান, বৃটিশরা পর্যায়ক্রমে। বনি ইসরাইলিদের দাস হিসেবে ব্যবহার করে প্রায় সবাই। এই সেদিন ১৯৩৯-৪৫ এ ইউক্রেনিয় বাহিনি ও হিটলারের হাতে নিহত হয় প্রায় ৬০-লাখ ইহুদি ইউরোপে হলোকস্টে।

ইসলামি সাম্রাজ্য বিস্তারের সময় ৬৩৮ খৃষ্টাব্দে আরবদের বিজয়ের মাধ্যমে প্রায় ১৩০০ বছর এখানে চলে মুসলিম শাসন। ১৯১৭-১৯১৮ সনে আরবদের সহায়তায় বৃটিশরা উসমানীয় তুর্কীদের কাছ থেকে প্যালেস্টাইন দখল করে নেয়। নানা ঘটনার পর বৃটিশরা তা হস্তান্তর করে "মূল দাবিদার" ইহুদিদের কাছে। ইহুদিরা তাদের জাতির পিতা তথা নবী ইয়াকুবের অপর নাম ইসরাইল’র নাম অনুসারে এ রাষ্ট্রের নাম রাখে 'ইসরাইল', যদিও মুসলমানের নবির নামে কোন দেশের নাম নেই পৃথিবীতে।

ইসলামের নবীর আগমনকালে কেনান ছাড়াও ইহুদিরা বসবাস করতো মদিনা তথা খায়বর, নাজরান, ফিদখ, বায়তুল মিদরাস, কুতায়বা, তাইমা প্রভৃতি এলাকায়। কিন্তু মুসলিমরা বর্ণিত সব এলাকা থেকেই ইহুদিদের উৎখাত করে ইহুদি পুরুষদের হত্যা, নারীদের গণিমাতের মাল হিসেবে নিজেদের মধ্যে বন্টন+ধর্ষণ ও ইহুদি শিশুদের কৃতদাস বানায়, যার প্রমাণ কোরান হাদিসে সহজপ্রাপ্য। এমনকি ইহুদি জমি মুসলমানরা দখল করে তা ইহুদিদের কাছেই বর্গা দেয় ভাগ চাষে! যা ট্রাজিক ও বিষ্ময়কর মানবিক ইতিহাসে। কিন্তু ইহুদিরা কোন মুসলিমকে আক্রমন করেছিল, এমন কথা ইতিহাসে হাদিস কোরানে কোথাও নেই। বরং নিম্নোক্ত হাদিস গুলোতে ইহুদি জাতির মহত্ব প্রকাশিত হয়।

হাদিস: “নবী (স) তার বাড়ি ও মসজিদ ইহুদী বনু নাজ্জার গোত্রের যায়গায় নির্মাণ করেন। এজন্য নবী মূল্য দিতে চাইলে ইহুদীরা বলে, ‘‘আমরা আল্লাহর নিকট এর মূল্য বা প্রতিদান কামনা করি’(মুসলিম-১০৫৬), নবী (স) মদীনায় মসজিদ বানানোর জন্য ইহুদী বনু নাজ্জার গোত্র থেকে জমি নিয়ে তার দাম দিতে চাইলে ইহুদীরা বললো, ‘‘আমরা এর মূল্য একমাত্র আল্লাহর নিকট কামনা করি’(বুখারী-২৫৭০), নবী (স) মদিনায় গিয়ে তার বাসস্থান ও প্রথম মসজিদ ইহুদী বনু নাজ্জার গোত্রের পুরণো কবরস্থান, খেজুর বাগান ও কৃষিক্ষেত্র পরিস্কার করে তাতে স্থাপন করেন। কবরগুলো খুড়ে তার গলিত লাশ সরিয়ে ফেলা হয়। ইহুদীদের বর্ণিত জমির মূল্য পরিশোধ করতে চাইলে তারা বলে, ‘‘এর বিনিময় তারা পরকালে আল্লাহর নিকট থেকে চায়’(আবুদাউদ-৪৫৩-৪)’’।

বর্ণিত ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, ইহুদিরা কারো দেশ কখনো দখল করেনি, কাউকে নিজ মাতৃভূমি থেকে কখনো উৎখাত করেনি। বর্তমান ইসরাইল ইহুদিদের পৈত্রিকভূমি ও নিজেদের প্রাণের চেয়েও প্রিয়। এখন তারা তাদের পূর্ব পুরুষের যায়গা মদিনা ও সন্নিহিত খায়বর, নাজরান, ফিদখ, বায়তুল মিদরাস, কুতায়বা, তাইমা ফেরত চায়নি, তাদের গড কর্তৃক প্রদত্ত ভূমিতে তারা বসবাস করতে চাইছে মাত্র, এটি কি তাদের অন্যায় চাওয়া?

তাহলে প্রশ্ন ইহুদিরা কি সন্ত্রাসি? প্রত্যেকটি বাংলাদেশির কাছে প্রশ্ন আমার- বাংলাদেশ নামক রাষ্ট্রকে যদি মায়ানমার, ভারত, পাকিস্তান আর আফগানিস্তান স্বীকার না করে, যে কোন মূল্যে বাংলাদেশকে বিশ্বের বুক থেকে মুছে দিয়ে এখানে আরাকানি, বিহারি, কাবুলি বা পাঞ্জাবি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তবে বাংলাদেশের বাঙালিরা তখন কি করবে? বাঙালিরা কি নিজ পিতৃভূমের জন্য সন্ত্রাসি হবে?

বাংলাদেশের সকল মুসলিমের কাছে প্রশ্ন- 
ইহুদিদের প্রতি মুসলিমরা যে আচরণ করেছে তা কি মানবিক ছিল?
বাংলাদেশের সকল নন-মুসলিমের কাছে প্রশ্ন- 
ইহুদিদের প্রতি মুসলিমরা যে আচরণ করেছে তা কি মানবিক ছিল?
তাহলে এর সমাধান কি? 
 
বিশ্বের সকল যুক্তিশিল মুসলিমকে অনুধাবন করতে হবে, অন্য সকল জাতির মত ইহুদি জাতিরও বসবাসের অধিকার আছে তার নিজ মাতৃভূমিতে, যেমন অধিকার আছে ফিলিস্তিনসহ সকল মানুষের যার যার মাতৃভূমিতে।
তাওরাত তথা তোরাহ তথা ওল্ট টেস্টামেন্টে পবিত্রভূমি ও প্রতিশ্রুতভুমি বিষয়ক কথা:

[1] The Promised Land (Hebrew: הארץ המובטחת, translit.: Ha'Aretz HaMuvtahat) is the land promised or given by God, according to theTanakh (the Hebrew Bible), to the Israelites, the descendants of Jacob. The promise is first made to Abraham (Genesis 15:18-21) and then renewed to his son Isaac, and to Isaac's son Jacob (Genesis 28:13), Abraham's grandson. The promised land was described in terms of the territory from the River of Egypt to the Euphrates river (Exodus 23:31) and was given to their descendants after Moses ledthe Exodus out of Egypt. (Deuteronomy 1:8)


[2] The Holy Land (Hebrew: אֶרֶץ הַקוֹדֵשׁ Eretz HaQodesh, Arabic: الأرض المقدسة Al-Arḍ Al-Muqaddasah) is a term which in Judaism refers to the Land of Israel. Jews as well as non-Jews have traditionally referred to this area as "Palestine", as in the 1759 map (attached) which calls it "The Holy Land, or Palestine ... (with) the Ancient Kingdoms of Judah and Israel in which the 12 Tribes have been distinguished" The term is also used by Muslims and Christians to refer to the area between the Jordan River and Mediterranean Sea i.e. it includes modernPalestine as well as Israel. The Land of Israel is explicitly referred in the Tanakh as "holy land" (ארץ הקודש) in only one passage, in Zechariah 2:16. The holiness of the Land is generally implied in the Tanakh by the Land being given to the Israelites by God, that is, it is the "promised land," an integral part of God's covenant. In the Torah many mitzvot commanded to the Israelites can only be performed in the Land of Israel,[2] which serves to differentiate it from other lands. For example, in the Land of Israel, " no land shall be sold permanently." (Lev. 25:23). Shmita is only observed with respect to the land of Israel, and the observance of many holy days is different, as an extra day is observed in the Jewish diaspora.








৪টি মন্তব্য:

  1. https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2016/06/24/373690

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যারা শুধু একতরফা এই পোষ্টটি পড়ে বিভ্রান্ত হচ্ছেন তাদের এই ইতিহাসটি পড়ার অনুরোধ রইল।

      মুছুন
  2. https://www.dailyinqilab.com/article/34333/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যারা শুধু একতরফা এই পোষ্টটি পড়ে বিভ্রান্ত হচ্ছেন তাদের এই ইতিহাসটি পড়ার অনুরোধ রইল।

      মুছুন