বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

ইসলামি শিরোচ্ছেদ (কতল-কিসাস) ও রজম : প্রত্যক্ষদর্শীর চোখে [ পর্ব - ২ ] # ১৩৯

ইসলামি শিরোচ্ছেদ (কতল-কিসাস) ও রজম : প্রত্যক্ষদর্শীর চোখে [ পর্ব - ২ ]
এ লেখাটি কয়েকটি পর্বে সমাপ্ত হবে, সম্পূর্ণ লেখাটির জন্যে এখানে চোখ রাখুন

সৌদি আরবের রাজধানি রিয়াদে সম্প্রতি শিরশ্ছেদের মাধ্যমে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁরা হলেন—মামুন আবদুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিক আল ইসলাম, মাসুদ শামসুল হক, আবু আল হোসাইন আহমেদ ও মতিউর আল রহমান। এ ঘটনায় অপর তিন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছে।

কোরানে পূর্ব বর্ণিত অপরাধে ২ রকম মৃত্যুদন্ড কার্যকরের কথা বলা হয়েছে 
১। রজম (পাথর মেরে হত্যা)
২। কতল-কিসাস (শিরোচ্ছেদ) শির বা মাথাকে তলোয়ারের মাধ্যমে উচ্ছেদ করা
'রজম'টি সাধারণত যৌন অপরাধের জন্য প্রদান করা হয় আর 'কতল' করা হয় অন্যান্য অপরাধের জন্যে।
বোঝা যাচ্ছে কোরান সুস্পষ্টভাবেই নানাবিধ আয়াত ও হাদিসের মাধ্যমে বিচারকার্যে শিরোচ্ছেদকরণের বিষয়টি সমর্থন করছে। শুধু কোরান নয়, হাদিসেও শিরোচ্ছেদকরণের অজস্র উদাহরণ পাওয়া যায়, যার কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করবো আমরা -
ইবনে হিশাম এবং ইবনে ইসহাকের সিরাত রাসুল আল্লাহর ১৬২-১৬৩ নং পৃষ্ঠা থেকে জানা যায় – বদর যুদ্ধের পর ৬২৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে শুধুমাত্র মোহাম্মদের বিরুদ্ধে কবিতা ও গল্প লিখে সমালোচনা করার দায়ে আল নাদর ইবন আল হারিথের শিরচ্ছেদ করা হয় !
সূত্রঃ Safi ur Rahman Al Mubarakpuri, The sealed nectar: biography of the Noble Prophet, p. 274.
Muḥammad Ḥusayn Haykal, Ismaʼil R. Al-Faruqi, The life of Muḥammad: Volume 1976, Part 2, p. 223
Ibn Hisham, Ibn Ishaq, Alfred Guillaume (translator), The life of Muhammad: a translation of Isḥāq’s Sīrat rasūl Allāh, pp. 162-163, 464
সিরাত রাসুল আল্লাহ, সুনান আবু দাউদ – ২৬৮৬ এবং সহীহ বুখারী ১.৯.৪৯৯ এবং তাবারী শরীফ ভলিউম-৯ থেকে জানা যায়, বদর যুদ্ধে ধৃত উকবা বিন আবু মুয়াত নবী মোহাম্মদের দিকে মৃত প্রাণীর দেহাবশেষ ছুড়ে ফেলেছিলেন এবং মোহাম্মদ যখন নামাজরত ছিলেন, তখন তার গলায় নিজের কাপড় দিয়ে প্যাঁচ দিয়েছিলেন, তাই তার শিরচ্ছেদ করা হয়। প্রশ্ন হলো, ধৃত ব্যক্তি কিভাবে মোহাম্মদের গলায় কাপড় দিয়ে প্যাঁচ দেবে ?
লেখাটি প্রস্তুতে বিভিন্ন ব্লগ ও নেট থেকে তথ্য সহায়তা নেয়া হয়েছে)
[এ বিষয়ে আরো বিস্তারিত পোস্ট পাবেন আজই পরবর্তী পর্বগুলোতে। এরপর পর্ব ৩ ]
ছবি পরিচিতি :
১। শিরোচ্ছেদকৃত ৮ বাংলাদেশি
২। শিরোচ্ছেদের দৃশ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন