শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

বৈশ্বিক সপ্তপদি ধর্মের অষ্টপদি বিস্ময়কর ধর্মকথার সিরিজ : ২৬ (ধর্ম বিষয়ক পোস্ট # ৪৯)

বৈশ্বিক সপ্তপদি ধর্মের অষ্টপদি বিস্ময়কর ধর্মকথার সিরিজ : 26
:
কুম্ভকর্ণ 
:
রাবণের মেজ ভাই_ বিশ্রবা ও কৈকয়ীর দ্বিতীয় সন্তান। তার স্ত্রীর নাম বজ্রজ্বালা। কুম্ভকর্ণ ছিলেন বিশালদেহী। ভোজন করতে ভালোবাসতেন তিনি। সাধারণ মানুষ তো বটেই_ দেবতা, অপ্সরা, মহর্ষীদেরও উদরস্থ করতেন। একবার কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে কুম্ভকর্ণ যখন তার কাছে বর চাইতে যাচ্ছিলেন, তখন সরস্বতী ত্রিলোক রক্ষা করতে কুম্ভকর্ণের জিহ্বায় অধিষ্ঠিত হন। ব্রহ্মা কুম্ভকর্ণকে বর চাইতে বললে সরস্বতীর প্রভাবে তিনি অনেক বছর ঘুমাতে চান। ব্রহ্মাও তাকে সেই বর দেন। চৈতন্য ফিরে পেয়ে কুম্ভকর্ণ নিজের ভুল বুঝতে পারেন। পরে রাবণ কুম্ভকর্ণের হয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করলে তিনি কুম্ভকর্ণের ছয়মাস নিদ্রিত থেকে একদিনের জাগার বর দেন। রাম যখন সসৈন্যে লঙ্কায় আসছিলেন, তখন রাবণ সবাইকে নিয়ে মন্ত্র সাধনা করলে কুম্ভকর্ণ রাবণকে বলেন, পরস্ত্রী হরণ করে যদিও রাবণ অন্যায় করেছেন, তবু তিনি শত্রুর হাত থেকে রাবণকে রক্ষা করবেন। 

রামের হাতে রাবণ যখন পর্যুদস্ত, তখন কুম্ভকর্ণকে অনেক চেষ্টা করেও যখন জাগাতে ব্যর্থ হন রাবণ, তখন সভাসদদের পরামর্শে কয়েকশ হাতি দ্বারা ধর্ষণ করালে কুম্ভকর্ণের ঘুম ভাঙে। যুদ্ধে কুম্ভকর্ণের তেজে অনেক বানর সৈন্য হতাহত হয়, অনেক বানর সৈন্যকে আহার করে কুম্ভকর্ণ। কিন্তু রামের সঙ্গে সম্মুখ সমরে অংশ নিয়ে কুম্ভকর্ণ নিহত হন। নিহতের সময় তার দেহ যুদ্ধক্ষেত্রে পতিত হলে, রামের কয়েকশ সৈন্য পিষ্ট হয়ে মারা যান।
:
ওহ ঈশ্বর, ভগবান, খোদা, জিউস, পসাইডন, বুদ্ধ, গড, যিশু, মোজেজ, আল্লাহ, যিহোবা, শিব, ব্রহ্মা, বিষ্ণু, নির্ধামিকের গড(জুকারবার্গ), কনফুসিয়াস, জরথ্রুস্ট, শিন্টো কামি কই যাই ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন