রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

পবিত্র সংবিধানে আল্লাহর নাম ‘সৃষ্টিকর্তা’ থাকলে ধর্মান্ধদের এতো আপত্তি ও গাত্রদাহ কেন? # ৯৬



পবিত্র সংবিধানে আল্লাহর নাম ‘সৃষ্টিকর্তা’ থাকলে ধর্মান্ধদের এতো আপত্তি ও গাত্রদাহ কেন?

পবিত্র কোরানে আল্লাহর ৯৯টি নাম বিদ্যমান। নবী (স.) বলেছেন, “আল্লাহর ৯৯-টি নাম যে মুখস্থ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না” (বুখারী-৫৯৬২)। তাহলে বোঝা যাচ্ছে ঐ ৯৯-টি নামের সবগুলোই পবিত্র তথা মর্যাদাময়। এ ছাড়াও, ‘লা-ইলালাহা--’র মধ্যে আল্লাহর অপর নাম ‘ইলাহ’ বা পূজনীয়। বিসমিল্লাহির রাহমানির রাহিমের মধ্যে আল্লাহর বিকল্প নাম ‘রাহমান’ (দয়াময়) ও ‘রহীম’ (দয়ালু)। এ ছাড়া আল-খালিক (সৃষ্টিকারী), আল-মুরদী(স্রষ্টা), আল-মুঈদ(পুন.স্রষ্টা), আন-নুর (জ্যোতি)-সহ আল্লাহর সব নামই পবিত্র বা পূণ্যময় বলে বিশ্বাস করে মুসলিমগণ। যদিও আরবি ভাষিরা রহীম, নুর, মুঈদ, মুরদী ইত্যাদি শব্দ আল্লাহর নাম ছাড়াও, তাদের দৈনন্দিন অন্য অর্থেও ব্যবহার বা প্রয়োগ করে। ‘ওয়ালী’ আল্লাহর ৯৯টি নামের একটি হলেও, আরবিরা ওয়ালী ‘অফিস প্রধান’ বা 'চিফ এক্সিকিউটিভ' বোঝোতেও ব্যবহার করে। একইভাবে ‘বাতেন’ আল্লাহর ৯৯টি নামের একটি হলেও, গোপনীয় অর্থে আরবিরা ‘বাতেন’ দৈনন্দিন সাধারণ শব্দ হিসেবে তাদের কাজে ব্যবহার করে। একইভাবে ‘হাসীব’ আল্লাহর ৯৯টি নামের একটি হলেও, হিসাবরক্ষক বা একাউনটেন্ট অর্থে আরবিরা ‘হাসীব’ শব্দটি বহুল ব্যবহার করে।

তাহলে আমাদের সংবিধানে আল্লাহর নাম ‘সৃষ্টিকর্তা’ থাকলে এদেশের ধর্ম ব্যবসায়ীদের এতো আপত্তি তথা গাত্রদাহ কেন? এ ধর্ম ব্যবসায়িরা মনে করে এদের ধর্ম ব্যাখ্যাই চিরন্তন, অন্য কারো ইসলাম বোঝা বা তা ব্যাখ্যার কোন যোগ্যতা ও অধিকার নেই! অন্য কোন মুসলমানের কোরান তথা ইসলাম বোঝা ও ব্যাখ্যার অধিকার থাকবে না কেন? ইসলাম বোঝা ও ব্যাখ্যার ইজারা এদের কে দিয়েছে এদেশে? এদের ব্যাখ্যা কি খোদ সৌদি সরকার গ্রহণ করবে? ওখানে এসব "ফাজলামি" তথা এসব কথা বলে রাস্তা গরম করলে শিরোচ্ছেদের পর এদের লাশ আর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে অশিক্ষিত, অল্পশিক্ষিত মানুষের সামনে ধর্ম ব্যবসা করে গেল এসব ধর্মব্যবসায়িরা। আর অনেক মানুষ না বুঝে অন্ধের মত সাপোর্ট করে যাচ্ছে তাদের কথা, কাজ আর ধর্মের অপব্যাখ্যাকে। কবে মানুষ বুঝবে ধর্ম ব্যবসায়িদের এসব ভন্ডামি?



https://www.facebook.com/photo.php?fbid=1463175153916636&set=a.1381466915420794.1073741828.100006724954459&type=1&theater

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন