শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহ্ত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ ৫ ] : # ৭০



স্বর্গপ্রাপ্তির জন্যে পৃথিবীর বৃহত্তর ৬-টি ধর্মীয় সমাবেশের কথা ও চিত্র [ 5 ]
১ : ভারতের কুম্ভমেলা 
২ : ইমাম হোসাইন বিন আলীর মাজারে মহাসমাবেশ কারবালা, ইরাক 
৩ : সবরিমালা পশ্চিমঘাট, কেরালা, ভারত 
৪ : মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ মক্কায় হজ্জ 
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ 
৬ : ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতিমা
পৃথিবীতে মানুষের যত বড় বড় সমাবেশ তা মূলত সবই ধর্মকেন্দ্রিক। এখানে বিশ্বের সবচেয়ে বড় ৬-টি ধর্মীয় সমাবেশের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল।
৫ : ফিলিপিনে ব্ল্যাক নাজারিন ধর্মীয় সমাবেশ (তীর্থযাত্রী সংখ্যা ২০-৩০ লাখ)
১৬০৭ সালে খৃস্টান যাজকরা মেক্সিকো থেকে যিশুর যে কালো মূর্তি ম্যানিলায় নিয়ে আসে, তার স্মরণে প্রতি বছর জানুয়ারির ৯ তারিখ বা বছর শুরুর প্রথম শুক্রবার ব্ল্যাক নাজারিনকে ঘিরে খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায় ম্যানিলায় পালন করে এ ধর্মীয় মহাসমাবেশ। নাজারেন ফিলিপাইনের শহর ম্যানিলার কেন্দ্রস্থলে যিশু খ্রিস্টের কাঠে খোদাই করা কালো রংয়ের মূর্তি। শত শত বছর পুরনো যিশু খ্রিস্টের মূর্তি ‘ব্ল্যাক নাজারিন’ বা কালো যিশুর সামনে ফিলিপাইনের লাখো ক্যাথলিক খালি পায়ে এ ধর্মীয় সমাবেশ করে। তারা বিশ্বাস করে, এর মাধ্যমে তারা অলৌকিক ক্ষমতা লাভ করবে। এই কালো মূর্তিটিকে ঘোড়ার গাড়িতে করে শহরের বিভিন্ন স্থান ঘোরানো হয় সঙ্গে থাকে লাখো ভক্ত। এসময় ভক্তরা মূর্তিটিকে বা তার রশিটিকেই একটুখানি ছুঁয়ে দেখার জন্য চিৎকার করতে থাকে। এছাড়াও তারা মূর্তির সামনে সাদা রং এর তোয়ালে অথবা রুমাল ছুড়ে দেয় । সামনে থাকা লোক সেগুলো মূর্তির গায়ে স্পর্শ করিয়ে তা আবার ফেরত দেয়, এ রীতি খুবই প্রশান্তি তথা পূণ্যময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন