শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

জৈনরা কি দিগম্বর থাকে ? হায় ধর্ম বিশ্বাস? # ৭৬



জৈনরা কি দিগম্বর থাকে ? হায় ধর্ম বিশ্বাস?

ভারতের মহারাষ্ট্র, বুন্দেলখন্ড, কর্ণাটক, তামিলনাড়ু অঞ্চলে জৈন সম্প্রদায়গুলোর বাস। স্থানিয় সম্প্রদায়গুলো সবাই দিগম্বর থাকে। গুজরাট এবং রাজস্থানের জৈনরা সিতাম্বরা সংস্কৃতি পালন করে, যদিও এই অঞ্চলে হুমাদ এবং দিগম্বরের মতো সম্প্রদায়ও আছে।

দিগম্বর শব্দকে দিগম্বরাও বলা হয়, যা জৈন ধর্মের প্রধান দুই শাখার একটি। দিগম্বররা কোনো কাপড় পরে না প্রভু মহাবীরকে অনুসরণ করে, কারণ সেও ন্যাংটা থাকতো, এ জন্য তার সব মূর্তি উলঙ্গ। তাদের বিশ্বাস, তারা প্রকৃতিকে পরিধান করে রেখেছে, প্রকৃতি নগ্নভাবে মানুষকে পৃথিবীতে পাঠয়েছে। শুধু দিগম্বর অনুশীলনে কাপড় পরিত্যাগ করা হয়। দিগম্বর সন্ন্যাসীদের দু'টি মাত্র সম্পদ আছে: একটি ময়ুর পাখার ঝাড়ু আরেকটি জল কদু।

বিশ্বের বিচিত্র ধর্মকে জানুন। নিজের বিবেক ঝাকুনি দিন!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন