শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

ইসলামেনর নবীর ১১-জন স্ত্রীর বিয়ে সম্পর্কিত পরিচয় : [ধর্ম বিষয়ক প্রবন্ধ # ২৮ ]

নবীর ১১-জন স্ত্রীর বিয়ে সম্পর্কিত পরিচয় :

১ম: বিবি খাদিজা - নবী মোহাম্মদ ৪০ বছর বয়স্কা খাদিজাকে ২৫ বছর বয়েসে বিয়ে করেন।ধনাড্য খাদিজাকে বিয়ে করার পর মোহাম্মদের দারিদ্র ঘোচে।

২য়: বিবি সওদা - খাদিজা মারা যাওয়ার পর ৫৫ বছর বয়স্কা সওদাকে বিয়ে করেন। মোহাম্মদের বাচ্চা কাচ্চাদের দেখাশুনো করার জন্য তিনি সওদাকে বিয়ে করেন।

৩য়: বিবি আয়শা – ৫৩ বছর বয়েসে নবী মোহাম্মদ ৬ বছরের আয়শাকে বিয়ে করেন। আয়শা ছিলেন মোহাম্মদের বাল্যবন্ধু আবু বকরের কন্যা। স্বপ্নে দেখে নবী মোহাম্মদ একে বিয়ে করেন বলে জানান।

৪র্থ: বিবি হাফসা - হযরত ওমরের কন্যা হাফসা বিধবা হওয়ার পর নবী মোহাম্মদ তাকে বিয়ে করেন।ওমর তার বিধবা কন্যাকে ওসমান ও আবু বকরের কাছে বিয়ের প্রস্তাব দেয়, তারা প্রত্যাখ্যান করার পর নবী মোহাম্মদ বিয়ে করেন।

৫ম: বিবি জয়নাব বিনতে খুজাইমা - বদর যুদ্ধে তার স্বামী মারা যাওয়ার পর পরই নবী মোহাম্মদ তাকে বিয়ে করেন।

৬ষ্ঠ: বিবি উম্মে সালামাহ- তারা ইথিওপিয়াতে প্রবাসকালে তার স্বামী মারা যাওয়ার পর নবী মোহাম্মদ তাকে বিয়ে করেন।

৭ম: বিবি জয়নাব বিনতে জাহস - মোহাম্মদের পালক পূত্র জায়েদের স্ত্রী। এ বিয়ে করার জন্য আল্লাহকে বহু কাঠ খড় পোহাতে হয় কারণ তাকে একের পর এক আয়াত নাজিল করতে হয় সাধারণ মানুষের কানাঘুষা বন্ধ করার জন্য।

৮ম: বিবি জুরাইয়া - পরাজিত বানু মুস্তালিক গোত্রের প্রধানের বিধবা স্ত্রী। এ বিয়ের পর উক্ত গোত্রের সকল বন্দীদেরকে মুক্তি দিয়ে সবাইকে নবী মোহাম্মদ তার দলে ভিড়াতে সক্ষম হন। এটা ছিল খুবই কার্যকরী একটা বিয়ে।

৯ম: বিবি হাবিবা - স্বামীর সাথে ইথিওপিয়ার গমন করার পর তার স্বামী খৃষ্টান ধর্ম গ্রহণ করে, ফলে তাদের তালাক হয়ে যায়, এর পর নবী মোহাম্মদ তাকে বিয়ে করেন।

১০ম: বিবি সাফিয়া বিনতে হুয়াই -খায়বার যুদ্ধে বিজয়ের পর নবী মোহাম্মদ তাকে গণিমতের মাল হিসাবে ভাগে পান। নবী মোহাম্মদ এর নিদের্শে সাফিয়ার স্বামী, পিতা, ভাই সহ সকল আত্মীয়কে মুসলিমগণ হত্যা করেন, তারপরো সাফিয়া সে বিয়ে করেন।

১১তম: বিবি মায়মুনা- প্রথম স্বামী তালাক দিলে আবার বিয়ে করে, সে স্বামী মারা গেলে নবী মোহাম্মদ বিয়ে করেন।

১২তম: মারিয়া- মিশরের একজন শাসকের কাছ থেকে পাওয়া এ কপটিক খৃষ্টান দাসী ছিলেন। নবী মোহাম্মদদের একমাত্র ছেলে ইব্রাহিম মারিয়ার গর্ভে জন্ম নেয়। ইতিহাস কিংবা কোন হাদিস নেই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার। সকল স্ত্রীর ঘর থাকলেও মারিয়ার জন্য কোন ঘর ছিল না। বলাবাহুল্য, স্ত্রীর জন্য একটা ঘর থাকার অর্থ উক্ত নারীকে স্ত্রী হিসাবে স্বীকার করে নেয়া। এ সূত্রে দেখা যায়, মারিয়া নবী মোহাম্মদের দাসী ছাড়া আর কিছু ছিলেন না। এমন কি ইবনে কাথিরের তাফসিরেও তাকে স্ত্রী হিসাবে নিশ্চিতভাবে স্বীকার করা হয়নি। একটা হদিসেও এ নারীর দাসিত্বের বর্ণনা আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন