ইসলাম ধর্মের ধর্মপুস্তক ও রীতি অনুসারে ইসলামের সবচেয়ে বড় শত্রু বা দুশমন হচ্ছে, যারা আল্লাহর সাথে "শরীক" করে বা তার "সমকক্ষ" অপর কেউ আছে বলে বিশ্বাস করে বা এক আল্লাহ ও তার পেয়ারা নবীকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে বিশ্বাস না করে। এ "শিরক-কে" আল্লাহ নাকি কখনো ক্ষমা করবেন না, অন্য সব অপরাধই কমবেশি ক্ষমা হলেও হতে পারে।
এখন দেখা যেতে পারে প্রচলিত ধর্মগুলো এবং তার অনুসারিরা এ ব্যাপারে কি বলে? হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, ইহুদি ও অন্যান্য প্যাগানরা কি আল্লাহকে এক আল্লাহ মানে? কখনোই না। হিন্দু ধর্ম বহু দেবতাবাদি, তাই সরাসরি শিরক, তা ছাড়া হিন্দুদের কোটি দেবতার মাঝে আল্লাহ নামে কোন দেবতাও নেই। তাই ইসলামি দৃষ্টিতে হিন্দুরা সবচেয়ে বেশি ঘৃণিত হওয়া উচিত মুসলিমদের কাছে, কারণ এখানের শিরকের আর অন্ত নেই।
তারপর দেখি খৃস্টান ত্রিত্ববাদী ধর্ম। সেখানেও ঈশ্বর বা গড ইসলামি আল্লাহর সাথে মেলে না, তা ছাড়া যিশুকে ইশ্বরপুত্র বলা সরাসরি শিরক ইসলামি মতে। তা ছাড়া খৃস্টান ধর্মে ইসলামের নবী ও কোরানকে কোন ঐশ্বরিক কিতাব মনে করেনা।
বৌদ্ধ ধর্ম কোনভাবেই আল্লাহ, তার নবী ও কোরানকে স্বীকার করেনা, সুতরাই বোঝাই যাচ্ছে ইসলামি মতে তাদেরও ছাড় পাওয়ার কথা নয়। কারণ তারাও ইসলামের নবী ও কোরানকে কোন ঐশ্বরিক কিতাব মনে করেনা।
ইহুদি "যিহোবা" আর ইসলামি আল্লাহ কখনো এক নয়। তা ছাড়া ইহুদিরা ইসলামের নবী ও কোরানকে কোন ঐশ্বরিক কিতাব মনে করেনা।
অন্য অনেক ধর্মাবম্বীরাও আল্লাহকে মানেন না এবং ইসলামের নবী ও কোরানকে কোন ঐশ্বরিক কিতাব মনে করেনা।
অপর দিকে নাস্তিকরা আল্লাহর সাথে কোন শরীক করেনা, কোন দেবদেবির পুজা করেনা, কোরান ও অন্য কোন ধর্মপুস্তককে সহি বলে মান্য করেনা। কেবল নিজেদের বোধ আর বিজ্ঞান ও যুক্তি দ্বারা চালিত হয়। সুতরাং ইসলামি বিচারে নানা শিরক করা ধর্মবাদীর চেয়ে নাস্তিক কিছুটা গ্রহণযোগ্য হওয়ার কথা মুসলিমদের কাছে। কিন্তু বিভিন্ন ইসলামি সংগঠন ও তাদের কর্মীরা অন্য ধর্মবাদীদের ব্যাপারে তেমন কোন কথা না বললেও, তাদের সব শক্তি নিয়োগ করছে "নাস্তিক" নিপাতে। সুতরাং ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ধর্ম বিষয় বাদ দিয়ে কেবল নাস্তিকদের "প্রধান শত্রু" মনে করা কতটা ইসলাম সম্মত তা কি ইসলাম ধর্ম বিশারদগণ ভেবে দেখবেন? নাকি এটাও এক ধরণের রাজনীতি? ধর্ম বিশ্বাসি হলে এ রাজনীতি করে কি পার পাবেন পরকালে?
লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন