বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

রাষ্ট্রধর্ম বিষয়ক ইতিহাস এবং বিশ্বের ৪৩টি রাজধর্মের বর্তমান অবস্থা [ ধর্ম বিষয়ক প্রবন্ধমালা # ২ ]

রাষ্ট্রধর্ম বিষয়ক ইতিহাস এবং বিশ্বের ৪৩টি রাজধর্মের বর্তমান অবস্থা :

বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এ নিয়ে নানাজনে নানান কথা বলেন, তাই অনেক কষ্টে বিশ্বের প্রচলিত ও বিলুপ্ত রাষ্ট্রধর্মের খোঁজ দিলাম আমার বন্ধুদের। দেখুনতো কোন কাজে লাগে কিনা!

১] গ্রীক : খৃস্ট ধর্মের পূর্ব পর্যন্ত তারা রাষ্ট্রধর্ম হিসেবে অলিম্পিয়ান গড "জিউসের" উপাসনা করতো, এরপর বিলুপ্ত হয় নতুন ধর্মের কারণে;

২] রোমান সাম্রাজ্য : খৃস্ট ধর্মের পূর্ব পর্যন্ত তারা রাষ্ট্রধর্ম হিসেবে "জুপিটারের" উপাসনা করতো, এরপর বিলুপ্ত হয় নতুন ধর্মের কারণে জুপিটার;

৩] ওলমেক জাতি দক্ষিণ আমেরিকা : (1400 B.C) বিলুপ্তির পূর্ব পর্যন্ত তারা রাজার ধর্ম হিসেবে "jaguar god" এর উপাসনা করতো;

৪] প্রাচীন ব্যাবিলন : রাষ্ট্রধর্ম হিসেবে "অসুরের" উপাসনা (Ashurism) 18th century পর্যন্ত তথা বিলুপ্তির আগ পর্যন্ত প্রচলিত ছিল;

৫] জাপান : রাষ্ট্রীয় ধর্ম "সিন্টো" 500 BC থেকে জাপানে প্রচলিত ছিল;

৬] চীন : রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মের আগ পর্যন্ত "Confucianism" এবং "Taoism" প্রচলিত ছিল;

৭] ফিনিসীয় : "Ukko" দেবতার উপাসনা রাষ্ট্রীয়ভাবে প্রচলিত ছিল ফিনল্যান্ডে

৮] ক্যানেনাইট (ভূমধ্যসাগর ও জর্ডান নদী তীরের সিরিয়া অঞ্চল) : "ইল" ও "বাল" দেবতার পূজা রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্মের আগ পর্যন্ত প্রচলিত ছিল;

৯] মিশর ফারাও আখেনাতেন : "monotheisti"c ধর্ম (সূর্য গড) রাষ্ট্রীয়ভাবে পালন বাধ্যতামূলক ছিল মিসরে;

১০] আলতাই পর্বত এলাকা (between 3600 and 1200 BC) "Tengri" দেবতার উপাসনা তথা "Tengriism" ধর্ম পালিত হতো রাজধর্ম হিসেবে;

১১] Celtic people ই্‌উরোপ : "Druidism" ধর্ম পালন করতো রাজ্যের সবাই রাজধর্ম হিসেবে;

১২] উত্তর ইউরোপ : "Odin" দেবতার উপাসনা হিসেবে Druidism ধর্ম পালন করতো রাজ্যের সবাই রাজধর্ম হিসেবে (around 1000 BC);

১৩] প্রাচীন জাপান : Amaterasu সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল জাপানী, ২০১৫ সনে বিলুপ্ত;

১৪] প্রাচীন সিরিয়া : সূর্য গড Arinna যার উপাসনা করতো রাজাসহ সকল সিরিয়িবাসি, ২০১৫ সনে বিলুপ্ত;

১৫] প্রাচীন নরওয়েজিয়ান : ফ্রিয়া সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল নরওয়ের নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

১৬] প্রাচীন সিন্দু : গারুদা হিন্দু "পাখি গড", যার উপাসনা করতো রাজাসহ প্রাচীন হিন্দু নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

১৭] প্রাচীন গ্রীস : হিলোইস সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল গ্রিসের নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

১৮] প্রাচীন হিটিটয় রাজ্য : হেপা সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল হিট্টিয় নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

১৯] এ্যাজটেক : Huitzilopochtli সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল এ্যাজটেক নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২০] পারস্য : Hvar Khshaita সূর্য গড, Mithras এর আগের গড, যার উপাসনা করতো রাজাসহ পারস্যবাসি, ২০১৫ সনে বিলুপ্ত;

২১] ইনকা : "ইনতি" সূর্য গড, যার উপাসনা করতো রাজাসহ সকল ইনকা নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২২] পশ্চিম আফিকান সান গড "লিজা" : যার উপাসনা করতো রাজাসহ সকল এ্যাজটেক নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২৩] ক্যালটেক : "লুঘ" বা সান গড "লিজা" : যার উপাসনা করতো রাজাসহ সকল ক্যালটিক নাগরিক সবাই, ২০১৫ সনে বিলুপ্ত;

২৪] মিসর : রা (রি) সান গড যার উপাসনা করতো রাজাসহ সকল মিসরীয়, ২০১৫ সনে বিলুপ্ত;

২৫] নরওয়ে : "সল" সান গড যার উপাসনা করতো রাজাসহ সকল নরওয়ের নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২৬] এ্যাজটেক : "তোনাতিউহ" সান গড যার উপাসনা করতো রাজাসহ সকল এ্যাজটেক নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২৭] মেসোপটেমিয়া : সুমেরিয় "সামস্" (উটু) সান গড যার উপাসনা করতো রাজাসহ সকল মেসোপটেমিও নাগরিক, ২০১৫ সনে বিলুপ্ত;

২৮] পারস্য : জরথ্রুস্ট পারস্যর রাজধর্ম ও বাধ্যতামূলক ছিল সবার জন্য;

২৯] সাইপ্রাস : ২০১৫ সনের পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান ছিল;

৩০] গ্রীস : ২০১৫ সনের পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান ছিল;

৩১] আফগানিস্তান : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩২] মিসর : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৩] ইরান : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৪] পাকিস্তান : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৫] সৌদি আরব : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৬] সোমালিয়া: ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৭] আরব আমিরাত : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল;

৩৮] কম্বোডিয়া : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ ছিল;

৩৯] ইসরাইল : ২০১৫ সনের পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইহুদি ছিল;

৪০] ভুটান : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ ছিল;

৪১] নেপাল : ২০১৫ সনের পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম হিন্দু ছিল

৪২] ভ্যাটিক্যান সিটি : ২০১৫ সনের পূর্ব পর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান ছিল এবং

৪৩] বাংলাদেশ : ২০১৫ সনের পূর্বপর্যন্ত রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল।


এই হচ্ছে মোটামুটি রাষ্ট্রধর্ম ও তার প্রবাহমানতা ভার্সাস বিলুপ্তির ইতিকথা।


লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন