তাবলিগ মসজিদ ! প্রজ্ঞাময় চমৎকার যুক্তি বটে !
কয়েকদিন আগে দাপ্তরিক কাজে অন্য এক শহরে গিয়েছিলাম। যেখানে ছিলাম, তার পাশেই ছিল ৩-তলা (৪র্থ তলা নির্মাণাধিন) একটি তাবলিগ মসজিদ (মারকাজ)। ঘটনাক্রমে জানলাম যে, ঐ মসজিদে এই যুক্তিকে মাইকে আযান দেয়া হয়না যে, নবীর আমলে মাইকে আযান দেয়া হতো না।
এ "চমৎকার" যুক্তিতে মাইকে আযান না দিলেও তাদের মসজিদে এ নাস্তিক যুগের ফ্যান, লাইট, বিদ্যুৎ, অযু করার আধুনিক ব্যবস্থা, ৩ তলা মসজিদ ইত্যাদি সব্বই বিদ্যমান।
যদিও নবীর নির্মিত প্রথম মসজিদটি ইহুদিদের জমিতে, ১৪টি খেজুর গাছের খুটি দ্বারা, খেজুর পাতার ছাদ, ১-তলা বিশিষ্ট, বিদ্যুৎ-লাইট-ফ্যানহীন ও অযু করা হতো কুয়া থেকে পানি তোলার মাধ্যমে।
তাবিলগ জামাতের লোকদের এমন "প্রজ্ঞাপূর্ণ" যৌক্তিকতা দেখে আমি তাজ্জব বনে গেলাম তাদের দেশেরই একজন মানুষ হিসেবে। বিশ্বের মানুষেরা এদের এমন "প্রজ্ঞাশীল" যুক্তিকে আসলে কোনভাবে দেখে তা চিন্তা করছি আর মনে মনে বলছি, হায় ২০১৪ সনের সাটল নভোযান যুগের বাংলাদেশি যুক্তিবাদি মুসলিম ভাইয়েরা! কোথায় নিয়ে যাবে আমাদের কতদূর আর কতদূর !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন