ইসলাম ধর্ম : পর্ব # ১০
[১ম-৯ম পর্বের পর]
ইসলাম ধর্মকে সুষ্পষ্টভাবে জানা ও বোঝার জন্যে এ সম্পর্কিত হাদিস ও ইতিহাসগ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি দেয়া হলো যা নিম্বরূপ-
নবী মুসলমানদের বলেছেন, যে গ্রামে গিয়ে তোমরা থাকবে ও যেখানে যাবে, তার অংশ তোমাদের হয়ে যাবে (দাউদ-৩০২৬), দুমার শাসক উকায়দারকে নবীর নিকট ধরে আনা হলে জিযিয়া করা দেয়ার শর্তে নবী তার মৃত্যুদন্ড মওকুফ করেন (দাউদ-৩০২৭), নবী মুয়াযকে ইয়ামানে পাঠানোর সময় নির্দেশ দেন যে, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি থেকে ১-দিনার কিংবা সমমূল্যের মুআফিনী কাপড় জিযিয়া কর হিসেবে আনবে (দাউদ-৩০২৮), ওমরের নির্দেশে পারস্যের যাদুকরদের হত্যা করা হয় (দাউদ-৩০৩৩), বাইরাইনের অগ্নি উপাসক আসবায্যিয়ীন গোত্রের একজন প্রতিনিধি নবীর কাছে এলে নবী তাকে বলেন, ‘‘মুসলমান হও, নতুবা মেরে ফেলা হবে’’ (দাউদ-৩০৩৪), জিহাদ পরিত্যাগ করে কৃষিকাজে নিমগ্ন থাকলে আল্লাহ তাকে অপমান করবেন (দাউদ-৩৪২৬), তাফেফের বনু ছাকীফ গোত্র নবীর কাছে এ বলে বায়াত নেয় যে, তাদের যাকাত ও যুদ্ধে যেতে হবে না (দাউদ-৩০১৫), মক্কা বিজয়ের দিন কুরাইশ নেতারা কা’বাঘরে জীবন রক্ষার্থে এসে নবীর কাছে বায়াত নেন (দাউদ-৩০১৪)। [মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমায় জীবনপ্রাপ্তদের ‘তোলাকা’ বলা হতো]।
লেখা হাদিস নবী মুছে দেন ও হাদিস লিখতে নিষেধ করেন (দাউদ-৩৬০৮); খাবার পাত্রে মাছি পড়লে তা পুরো ডুবাতে হবে, কারণ মাছির এক ডানায় রোগ অন্য ডানায় প্রতিষেধক (দাউদ-৩৮০১); ইসলামের চাকা ৩৫-৩৬-৩৭ বছর আবর্তিত হবে, এসময় তাদের দ্বীন প্রতিষ্ঠিত হলে তা ৭০-বছর স্থায়ী থাকবে (দাউদ-৪২০৫); ইমাম মাহদী ৭-বছর শাসন করবেন (দাউদ-৪২৩৬); মাহদী ৯-বছর জীবিত থাকবেন (দাউদ-৪২৩৭); নবী আনাসকে বলেন, তুমি যদি বসরায় যাও তবে পাহাড়ে বসবাস করবে, কারণ সেখানের যমীন ধ্বসে পড়বে ও পাথর বৃষ্টি, ভূমিকম্প হবে। সেখানকার কিছু অধিবাসী রাত কাটানোর পর সকালে শুকর ও বানরে পরিণত হবে (দাউদ-৪২৫৬); সমকামিতার শাস্তি হত্যা (দাউদ-৪৪০৩);
এক অবিবাহিত ব্যক্তি নবীর কাছে জনৈক মহিলার সাথে নিজের যেনার দোষ স্বীকার করলে নবী তাকে ১০০-বেত্রাঘাতের শাস্তি দেন কিন্তু মহিলা কসম করে তা অস্বীকার করলে, মহিলাকে নির্দোষ ঘোষণা করা হয় ও অভিযোগকারীকে ‘অপবাদ’ (তোহমাদ) দেয়ার জন্য পুনরায় ৮০টি দোররা মারা হয় (দাউদ-৪৪০৮); বিষ মিশ্রিত বকরী প্রেরণকারী ইহুদী মুরাহ্হাব-র বোনকে নবী ক্ষমা করেন (দাউদ-৪৪৪৮); বিষ মিশ্রিত বকরী প্রেরণকারী ইহুদী মুরাহ্হাব-র বোনকে নবী হত্যার নির্দেশ দেন (দাউদ-৪৪৪৯); স্ত্রীর সঙ্গে যেনারত অন্য পুরুষকে পেলেও ৪-স্বাক্ষী না পাওয়া গেলে তাকে ছেড়ে দিতে হবে (দাউদ-৪৪৬৮); আসমান ও যমীনের দূরত্ব হচ্ছে ৭১/৭২/৭৩-বছরের রাস্তার সমান, ৭-আসমান ও ১-সমুদ্রের উপর ৮-বকরী দন্ডায়মান, যার খুর ও কাধের দূরত্ব ঐরূপ ৭১/৭২/৭৩-বছরের রাস্তার সমান, এই ৮-বকরীর পিঠের উপর আল্লাহর আরশ অবস্থিত (দাউদ-৪৬৪৮);
পুরুষের শুক্র সাদা ও নারীর হলুদ। পুরুষের শুক্র প্রাধান্য বিস্তার করলে সন্তান ছেলে, আর নারীর শুক্র প্রাধান্য বিস্তার করলে মেয়ে হয় (মুসলিম-৬০৯); মুসলমান কখনো নাপাক হয়না (মুসলিম-৭১১); নবীর মসজিদে নামাজ আদায় অন্য মসজিদের তুলনায় [মক্কার মসজিদ বাদে] ১০০০-গুণ সওয়াবের (মুসলিম-৩২৪২); মক্কা বিজয়ের দিন নবী বললেন, আজকের পর কিয়ামত পর্যন্ত কুরাইশদের হত্যা করা হবে না (মুসলিম-৪৪৭৭); ওহুদ যুদ্ধের দিন শত্রুদের দ্বারা নবী অবরুদ্ধ হলে তিনি বললেন, কে শত্রুকে আমার পক্ষে প্রতিহত করে বেহেস্তে যেতে চাও? ৭-জন আনসার ও ২-জন কুরাইশের মধ্যে একে একে ৭-আনসার এগিয়ে এসে প্রত্যেকেই নিহত হন। নবী বললেন, আমরা কোরাইশরা আনসারদের প্রতি সুবিচার করলাম না। এ জাতি কিভাবে সাফল্য পাবে, যারা তাদের নবীর দাঁত ভাঙে ও আহত করে? (মুসলিম-৪৪৯১-৮);
ওহুদ যুদ্ধে জিবরাইল ও মিকাইল ফিরিস্তা [নবীর পক্ষে] অংশ গ্রহণ করে (মুসলিম-৫৮০১); যে ভ্রুর পশম উৎপাটন করে আল্লাহর সৃষ্টিতে বিঘ্ন ঘটায় আল্লাহ তাকে অভিসম্পাত করেন (মুসলিম-৫৩৯০); নবী তার কন্যা যয়নবকে ৬-বছর পর পুনর্বিবাহের ব্যবস্থা না করে পূর্বস্বামী আবুল আস ইবনুর রাবীর কাছে ফিরিয়ে দেন (তিরমিযী-১০৮১); যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে রাত কাটায় বা মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে (তিরমিযী-১০৯৯); দাস্ত রোগে জনৈক রোগীকে নবী মধু খাওয়ানোর পরামর্শ দিলে রোগীর ভাই জানালো যে, তাতে রোগ আরো বেড়ে গেছে। নবী বললেন, আল্লাহর কালাম সত্য, তোমার ভাইর পেট সত্য নয় (বুখারী-৫২৯৮); নবী ইব্রাহিম ৮০-বছর বয়সে কুঠার দিয়ে নিজেই নিজের খতনা করেন (মুসলিম-৫৯৩০)
আপাতত শেষ পর্ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন